সহচিন্তন
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠাবিরোধী আলোচনা-
Dhaka city Cash on Deliver
-
7 Days Happy Returns
-
Dhaka City COD (1kg-7kg) + ৳65
-
Outside Dhaka city COD (1kg-4kg) + ৳109
-
Sundarban Courier (1kg-4kg) + ৳69


একজন সাহিত্যিক তার
জীবনকালে নানা
অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করেন।
বেড়ে ওঠা
থেকে শুরু
করে মৃত্যু
পর্যন্ত তাকে
প্রকৃতি, বন্ধু
স্বজন, বইপত্র
একটু একটু
করে সমৃদ্ধ
করে। এসব
নিয়ে তৈরি
হয় নানা
মত অভিমত।
কোনো বিষয়ের
সাথে হয়
ঐক্য আবার
কোনো বিষয়ের
সাথে হয়
দ্বিমত। কবিতা,
গল্প, উপন্যাসসহ
সাহিত্যের নানা শাখা-প্রশাখায় কবি
সাহিত্যিকদের কর্মকাণ্ড নানা কারণে ইতিহাস
হয়ে যায়।
সাযযাদ কাদির বাংলা
সাহিত্যের একজন স্বনামধন্য সাহিত্যিক। কবিতা,
গল্প, উপন্যাস,
শিশুসাহিত্য, প্রবন্ধ-গবেষণাসহ সাহিত্যের নানা
বিষয় নিয়ে
তিনি লিখেছেন
দুহাতে। আলোচ্য
এ বইিটর
নাম ‘সহচিন্তন’। বইটি
প্রকাশিত হয়
একুশে বইমেলা
২০১৪ সালে।
এ বইটিতে
তিনি ভাষা,
সাহিত্য ও
সংস্কৃতি বিষয়ে
নানামুখি আলোচনা
করেছেন। কখনো
সে আলোচনা
পক্ষে আবার
কখনো সে
আলোচনা বিপক্ষে।
বাংলা সাহিত্যের জীবনধারা
ও শিল্পধারার
অনেক অজানা
তথ্য তিনি
অনায়াসে প্রকাশ
করেছেন বইটিতে।
তার বেড়ে
ওঠা, পড়াশোনা,
সাহিত্যিক বন্ধু, কর্মজীবনে বিভিন্ন পত্রিকা
অফিস ও
সেখানকার অভিজ্ঞতাসহ
নানা স্মৃতি
থেকে লেখা
এ বইটি।
একজন সাযযাদ
কাদিরকে অতিক্রম
করে বাঙালি
ও বাংলা
ভাষা সাহিত্যের
বিকাশের চিত্র
উঠে এসেছে।
এছাড়া বিভিন্ন কবি
যেমন হাসান
হাফিজুর রহমান,
শামসুর রহমান,
ফররুখ আহমদকে
নিয়ে তার
স্মৃতি ও
তাদের লেখা
সম্পর্কে তার
খোলামেলা অভিমত
আছে বইটিতে।
২১৪ পৃষ্ঠার
এই দীর্ঘ
বইটি পাঠ
করলে পঞ্চাশের
দশক থেকে
শরু করে
বর্তমান সময়
পর্যন্ত ঘটে
যাওয়া অনেক
ইতিহাস জানা
যাবে। সাহিত্যের
পাঠক ও
সাহিত্যের ছাত্রদের জন্য বইটি সংগ্রহে
রাখার মতো
একটি বই।
একজন সাহিত্যিক তার জীবনকালে নানা
অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করেন।
বেড়ে ওঠা
থেকে শুরু
করে মৃত্যু
পর্যন্ত তাকে
প্রকৃতি, বন্ধু
স্বজন, বইপত্র
একটু একটু
করে সমৃদ্ধ
করে। এসব
নিয়ে তৈরি
হয় নানা
মত অভিমত।
কোনো বিষয়ের
সাথে হয়
ঐক্য আবার
কোনো বিষয়ের
সাথে হয়
দ্বিমত। কবিতা,
গল্প, উপন্যাসসহ
সাহিত্যের নানা শাখা-প্রশাখায় কবি
সাহিত্যিকদের কর্মকাণ্ড নানা কারণে ইতিহাস
হয়ে যায়।
সাযযাদ কাদির বাংলা
সাহিত্যের একজন স্বনামধন্য সাহিত্যিক। কবিতা,
গল্প, উপন্যাস,
শিশুসাহিত্য, প্রবন্ধ-গবেষণাসহ সাহিত্যের নানা
বিষয় নিয়ে
তিনি লিখেছেন
দুহাতে। আলোচ্য
এ বইিটর
নাম ‘সহচিন্তন’। বইটি
প্রকাশিত হয়
একুশে বইমেলা
২০১৪ সালে।
এ বইটিতে
তিনি ভাষা,
সাহিত্য ও
সংস্কৃতি বিষয়ে
নানামুখি আলোচনা
করেছেন। কখনো
সে আলোচনা
পক্ষে আবার
কখনো সে
আলোচনা বিপক্ষে।
বাংলা সাহিত্যের জীবনধারা
ও শিল্পধারার
অনেক অজানা
তথ্য তিনি
অনায়াসে প্রকাশ
করেছেন বইটিতে।
তার বেড়ে
ওঠা, পড়াশোনা,
সাহিত্যিক বন্ধু, কর্মজীবনে বিভিন্ন পত্রিকা
অফিস ও
সেখানকার অভিজ্ঞতাসহ
নানা স্মৃতি
থেকে লেখা
এ বইটি।
একজন সাযযাদ
কাদিরকে অতিক্রম
করে বাঙালি
ও বাংলা
ভাষা সাহিত্যের
বিকাশের চিত্র
উঠে এসেছে।
Title | সহচিন্তন |
Author | সাযযাদ কাদির |
Cover Type | Hard Cover |
Paper Type | White Print |
Publisher | সাহিত্যদেশ |
Edition | 1st |
Number of Pages | 216 |
Country | বাংলাদেশ |
Language | Bangla |
ISBN | ৯৭৮৯৮৪৯০৬২২২৬ |
