আশ্চর্য জানালা
একা
মাথা উঁচু
করে হাঁটি
ফলে এখন তোমার
লক্ষ্যবস্তু শুধু আমি
তবে এটাও জানি―আমাকে নয়,
তার আগে
তোমাকে বেছে
নিতে হবে
অন্ধকার
তুমি সেটা কখনোই
পারবে না
ভয়ংকর অন্ধকারের সামনে
তোমার দাঁড়ানো
সম্ভব নয়
আমি জানি, খুনিরাও
কিছু কিছু
জিনিস দেখে
আঁতকে ওঠে
-
Dhaka city Cash on Deliver
-
7 Days Happy Returns
-
Dhaka City COD (1kg-7kg) + ৳65
-
Outside Dhaka city COD (1kg-4kg) + ৳109
-
Sundarban Courier (1kg-4kg) + ৳69


বিদ্রুপের গুলিতে ঝাঁঝরা
হয়ে গেল
দুর্মর রোদের
বুক
তোমার বন্দুকে গুলি
ছিল আমাকে
হত্যার জন্য
বন্দুকের বদলে তুমি
ব্যবহার করলে
বিদ্রুপ
একটি দুপুর হত্যার
পর তুমি
রাতে আসবে
বলে শাসিয়ে
গেলে
আমি ভীত নই―এ কথা
পতঙ্গ জানে,
প্রজাপতি জানে
জানে ঝিঁঝিপোকা, জুনিপোকা―জানে আকাশ
ও অন্ধকার
নীরবতাকে সাক্ষী রেখে
আমি আজীবন
সাহসী
অতএব আজ রাতে
নিহত হওয়ার
ঝুঁকিতে এ-বান্দা নেই
গতকাল তুমি দাম্ভিকতার
খোঁচায় রক্তাক্ত
করেছ হলুদ
বসন্তকে
এ খবরও আমার
কানে পৌঁছেছে,
বেচারা কোনোমতে
বেঁচে আছে
শুনেছি, এর আগেই
নাকি অহংকার-বেয়নেট দিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
করেছ ভালোবাসা-ব্যাকুল একটি
ফুল
তোমার ঔদ্ধত্য জানে
এ তল্লাটের
সবাই
ভীতসন্ত্রস্ত মানুষ আর
প্রকৃতির ভেতর
দিয়ে একা
মাথা উঁচু
করে হাঁটি
ফলে এখন তোমার
লক্ষ্যবস্তু শুধু আমি
তবে এটাও জানি―আমাকে নয়,
তার আগে
তোমাকে বেছে
নিতে হবে
অন্ধকার
তুমি সেটা কখনোই
পারবে না
ভয়ংকর অন্ধকারের সামনে
তোমার দাঁড়ানো
সম্ভব নয়
আমি জানি, খুনিরাও
কিছু কিছু
জিনিস দেখে
আঁতকে ওঠে
Title | আশ্চর্য জানালা |
Author | স.ম. শামসুল আলম |
Cover Type | Hard Cover |
Paper Type | White Print |
Publisher | সাহিত্যদেশ |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 64 |
Country | বাংলাদেশ |
Language | Bangla |
ISBN | 9789848069971 |
